property='og:description'/>

মাত্র 1 মিনিটে 10টা ফেসবুক খুলুন। (ভিডিও টিউটোরিয়াল)



সুপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন ? আমি আল্লাহ্-র রহমাতে ভালো আছি, এখন তো ফেসবুক ছাড়া কোন কিছু মানুষ বোঝে না। এই ফেসবুক আমাদের মনে একটা বিশাল জায়গায় তৈরি করে নিয়েছে। যে আমাদের চলার পথকে অনেক সহজ করে দিয়েছে। আর বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় যাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনি মাত্র 1 মিনিটে 10টা ফেসবুক খুলবেন। এটা খুব সহজ একটা মাধ্যম বেশি কঠিন কোন কিছু না। আপনাকে প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে তারপর আপনাকে একটা টেম্প-মেইল নামের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং উপর থেকে আপনি একটা ই-মেইল পাবেন ঐটা কপি করে রাখুন। তারপর ফেসবুকে আপনার প্রথম নাম, দ্বিতীয় নাম দেন, তারপর কপি করা ই-মেইলটা পেস্ট করুন, পাসওয়ার্ড দেন, আপনার জন্ম তারিখ দেন, লিঙ্গ সিলেক্ট করুন, তারপর সিংঙ্গআপ বাটনের উপর ক্লিক করুন। কিছু সময় একটু অপেক্ষা করুন। তারপর দেখুন আপনার ফেসবুক তৈরি হয়ে গেছে। তো যাই হোক আপনার কাজটি করতে বড়জোর 10 সেকেন্ড সময় লাগবে। আবার আর একটা ই-মেইল তৈরি করতে আপনার টেম্প-মেইল থেকে পাশে আপনি ডিলেট পাবেন আর ঐটা ডিলিট করুন আর দেখুন মেইলটা পরিবর্তন হয়ে গেছে। আর যারা একহনো ভালো ভাবে বোঝেন নাই তারা আমার ভিডিওটা দেখুন।
ফেসবুক লিংক.
টেম্প-মেইল লিংক.
ভিডিও লিংক.
আর এই রকম আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমার Youtube Chennal এ Subsribe করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।



No comments :

No comments :

Post a Comment